শীত তুমি যাও চলে
মোঃ আবুল কালাম আজাদ
তারিখ:- ০৪/০২/২০২৫ খ্রিঃ
শীত তুমি যাও চলে
আর কষ্ট দিওনা,
অনেক দিয়েছ কষ্ট যে
আর প্রাণে সহেনা।
হার কাঁপানো কনকনে শীত
মাঘের শেষ দিকে,
ঘন কুয়াশায় আচ্ছিত দেশ
অন্ধকার চারিদিকে।
যাও চলে হে-শীত এবার
এই বছরের মতো,
আবার এসো ঘুরে তুমি
শান্তি নিয়ে যতো।
অধম কালাম কাব্যিক মনে
কাব্য রচে চলি,
শান্তি সুখে রেখ আল্লাহ তোমায়
বিনয় করে বলি।